২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কোন গুলো সেগুলো ফোন সম্পর্কে জানতে চাইলে সাথে থাকুন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মোবাইল কোম্পানি বিভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করে যাচ্ছে। একজন মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল একটি গুরুত্বপূর্ণ অংশ। কেননা মোবাইল দিয়ে সব রকমের কাজ করা যায়। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নতুন ফোন বের হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে কিনে থাকে। মোবাইল কিনার আগে কমবেশি সবাই ফোনের দাম ও ফোনের সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে নেয়।
যদি ভালোভাবে দেখে না নেন তাহলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আমাদের মধ্যে অনেকে আছে যাদের বাজেট কম হওয়ায় ইন্টারনেটে ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তথ্য অনুসন্ধান করে থাকে। বর্তমান সালে বিভিন্ন কোম্পানির ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন রয়েছে। তাই আজকের পোষ্টে ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কোনগুলো ও সেগুলো ফোনের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো।
সেরা ৬ টি ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। আর প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মোবাইল। বাংলাদেশ অনেকে আছে যাদের ভালো একটি স্মার্ট ফোন কেনার সামর্থ্য থাকে না তাই অনেকে ২৫ হাজার টাকায় একটি ভালো স্মার্টফোন কিনতে চায়। তবে মার্কেটে ২৫ হাজার টাকায় বিভিন্ন কোম্পানির মোবাইল থাকায় তারা বুঝতে পারে না কোন মোবাইল কিনলে ভালো হবে। তাই আমরা যাচাই বাছাই করে কয়েকটি ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বের করেছি এবং সেগুলো ফোনের নাম সবার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেয়া হলো।
- Samsung Galaxy A23
- Samsung Galaxy M32 5G
- Realme 8 5G
- Infinix Note 11 Pro
- Samsung Galaxy F41
- Vivo Y53s
আরো পড়ুনঃ সেরা ১০ টি ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
বর্তমান যুগে স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ায় মোবাইল কোম্পানিরা তৈরি করতেছে নতুন নতুন স্মার্টফোন। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। এখনকার যুগে ছোট-বড় কমবেশি সবাই ব্যবহার করে থাকে। তবে আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যাদের বেশি টাকা দিয়ে মোবাইল কেনার সামর্থ্য থাকে না কিন্তু তারা ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কেনার জন্য যাবতীয় সব তথ্য ইন্টারনেটে অনুসন্ধান করে। আপনারা চাইলে আমাদের এখান থেকে ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন গুলোর যাবতীয় তথ্য দেখে নিতে পারেন।
1. Samsung Galaxy A23
- Price — 25,699 Tk
- Display — 6.6 inches
- Body — 165.4 x 76.9 x 8.4 mm
- RAM — 6GB
- ROM — 128GB
- Selfie Camera — 8 MP
- Main Camera — 50 MP
- Battery — Li-Po 5000 mAh
- Charger — 25-watt charger
2. Samsung Galaxy M32 5G
- Price — 6GB – 23,000 Tk
- Display — 6.5 inches
- Body — 164.2 x 76.1 x 9.1 mm
- RAM — 6GB
- ROM — 128GB
- Selfie Camera — 13 MP
- Main Camera — 48 MP
- Battery — Li-Ion 5000 mAh
- Charger — 15 watt charger
3. Realme 8 5G
- Price — 22,990 Tk
- Display — 6.5 inches
- Body — 162.5 x 74.8 x 8.5 mm
- RAM — 8GB
- ROM — 128GB
- Selfie Camera — 16 MP
- Main Camera — 48 MP
- Battery — Li-Po 5000 mAh
- Charger — 18 watt charger
4. Infinix Note 11 Pro
- Price — 21,490 Tk
- Display — 6.95 inches
- Body — 173.1 x 78.4 x 8.7 mm
- RAM — 8GB
- ROM — 128 GB
- Selfie Camera — 16 MP
- Main Camera — 64 MP
- Battery — Li-Po 5000 mAh
- Charger — 33 watt charger
5. Samsung Galaxy F41
- Price — 21,000 Tk
- Display — 6.4 inches
- Body — 159.2 x 75.1 x 8.9 mm
- RAM — 6GB
- ROM — 128GB
- Selfie Camera — 32 MP
- Main Camera — 64 MP
- Battery — Li-Po 6000 mAh
- Charger — 15 watt charger
6. Vivo Y53s
- Price — 20,990 Tk
- Display — 6.58 inches
- Body — 1164 x 75.5 x 8.4 mm
- RAM — 8GB
- ROM — 128GB
- Selfie Camera — 16 MP
- Main Camera — Triple 64+2+2 Mp
- Battery — Li-Po 5000 mAh
- Charger — 33 watt charger
শেষ কথাঃ
আজকের পোস্টে সেরা ৬ টি ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কোনগুলো ও সেগুলোর যাবতীয় তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সেরা ৬ টি ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কোনগুলো এবং সেগুলোর যাবতীয় সব ধরনের তথ্য জানতে পেরেছেন। যদি আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আরো ফোন সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।