ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কিছু কথা

ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কিছু কথা, নামাজ হচ্ছে বেহেস্তের চাবিকাঠি আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি পাওয়া নামাজ পড়বে তার জন্য বেহেশতের সর্বোচ্চ স্থান বরাদ্দ করা হবে। আর কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ করে তাহলে যে কোন মানুষের শরীর সুস্থ এবং মন ভালো থাকে। নামাজ প্রতিটি মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তায়ালা অন্য সবকিছুর জন্য শাস্তি মাফ করবে কিন্তু নামাজের জন্য ছাড় দিবে না।

তাই সকল মুসলমান ভাইয়েরা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজকে গুরুত্ব দেয় না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো না। এখনকার জেনারেশনে যুবক ভাইয়েরা নামাজের প্রতি একেবারেই গুরুত্ব কমিয়ে দিয়েছে। আবার কিছু যুবকরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজে উঠতে সমস্যা মনে করে আর তাই অধিকাংশ সময় ফজরের নামাজ মিস হয়।

কিন্তু অনেকে জানেনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলে সারাদিন ভালো কাটে। তাই কষ্ট করে হলেও ফজরের নামাজ সময় মতো পড়ে নিবেন। বর্তমানে অধিকাংশ ছেলে ও মেয়ে ফজরের নামাজ পড়ে ফেসবুক বা অন্যান্য জায়গায় ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে। তাই  আজকের পোস্টে আমরা অসাধারণ কিছু ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো।

ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস

প্রতিটি মুসলমান জাতির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সবাই ফজরের নামাজ কষ্ট করে হলেও পড়বেন কেননা বিশেষ নামাজ দিয়ে দিন শুরু করলে সারাদিন অনেক সুন্দর কাটবে। বর্তমানে অনেকে ফেসবুক বা অন্যান্য জায়গায় ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য অনলাইনে ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করে। তাই তাদের উদ্দেশ্যে আমরা অসাধারণ কিছু ফজরের নামাজ নিয়ে স্ট্যাটাস সাজিয়েছি।

  • মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হল সালাত পরিহার করা।
  • নামাজ হচ্ছে ঘুমের চেয়েও উত্তম তার চেয়েও বেশি উত্তম হচ্ছে ফজরের নামাজ।
  • ভোরবেলায় ফজরের নামাজের মাধ্যমে সকল শয়তানের মুখ কালো হয়ে যায-আল হাদিস।
  • ভোর বেলায় ফরজরের নামাজ আদায় করা যেন সারারাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সমান।
  • ফজরের দুই রাকাত ফরজ নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবকিছুর চেয়ে বেশি শ্রেষ্ঠ।
  • নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলদের অনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।

ফজরের নামাজ নিয়ে ক্যাপশন

বর্তমান জেনারেশনের ছেলে-মেয়েরা ফেসবুক বা অন্যান্য জায়গায় নামাজ নিয়ে ক্যাপশন শেয়ার করে। এজন্য অনেকেই ফজরের নামাজ ক্যাপশন গুলো আরো সুন্দর করার জন্য অনলাইনে ফজরের নামাজ নিয়ে ক্যাপশন অনুসন্ধান করে। তাই তাদের উদ্দেশ্যে আমরা অসাধারণ কিছু ফজরের নামাজ নিয়ে ক্যাপশন সাজিয়েছি। আপনারা চাইলে নিচে উল্লেখিত ক্যাপশন গুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন।

  • তুমি যদি আল্লাহ তায়ালাকে খুশি করতে চাও তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ভোর রাতের ফজরের নামাজ দিয়ে তুমি শুরু করবে।
  • ফজরের নামাজের পর ভোরের আলো বাতাস যে কতটা স্বার্থের জন্য ভালো, তা শুধু ফজরের নামাজি ব্যক্তিরাই ভালো বলতে পারবে।
  • সৃষ্টিকর্তা বলেছেন, তোমরা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করো তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দেবো।
  • সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।
  • ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্রচিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে সেই মুমিন।
  • প্রতি ওয়াক্তের নামাজের জন্য আল্লাহতালা বান্দার জন্য বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ ফজিলত দিয়েছেন ফজরের নামাজের সালাতে

আরো পড়ুনঃ পবিত্র জুম্মা মোবারক স্ট্যাটাস ক্যাপশন উক্তি বাণী

ফজরের নামাজ নিয়ে উক্তি

যদি কোন ব্যক্তি ৪০ দিন মনোযোগ দিয়ে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি খারাপ থাকলেও আস্তে আস্তে সৎ পথে ও খারাপ কাজ থেকে বিরত থাকবে। একমাত্র নামাজি খারাপ কাজ থেকে বিরত রাখে। এজন্য অনেকেই ফেসবুক বা অন্যান্য জায়গায় ফজরের নামাজ নিয়ে উক্তি শেয়ার করার জন্য অনলাইনে ফজরের নামাজ নিয়ে উক্তি অনুসন্ধান করে। তাই তাদের উদ্দেশ্যে আমরা অসাধারণ কিছু ফজরের নামাজ নিয়ে উক্তি সাজিয়েছি।

  • ফজরের নামাজ হলো দিনের যেকোনো চাহিদার আগে একটি আধ্যাত্মিক রিচার্জ।
  • ফজর দিয়ে শুরু আর এশা দিয়ে শেষ আল্লাহ তালার বিধান দিয়ে দিন চলে যায় বেশ।
  • পৃথিবী থেকে যদি জান্নাতের চাবি নিয়ে যেতে চাও তাহলে ফজরের নামাজ পড়ে নাও।
  • ফজরের নামাজে যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর যেকোনো আনন্দের সাথে তুলনাহীন।
  • ফজরের নামাজ একটি নতুন দিনের নতুন উপহারের জন্য কৃতজ্ঞতার একটি প্রদর্শন।
  • সবাই তার অভিমুখী হও এবং ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

ফজরের নামাজ নিয়ে কিছু কথা

মহানবী হযরত মুহাম্মদ সাঃ  বলেছেন মুনাফিকদের জন্য ফজরের নামাজের থেকে ভারী কোন কাজ হতে পারে না এবং তুমি যদি ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানতে তাহলে তুমি আমাগুড়ি বিয়ে হলেও মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে।
হযরত মুহাম্মদ সাঃ এক হাদীসে বলেছেন তোমাদের কেউ যদি ফজরের নামাজের সময় ঘুমিয়ে পরে তাহলে শয়তান তোমার পিছনে ৩টি গিট দেয়। তুমি যদি আল্লাহকে স্মরণ করো তাহলে গিট ফুলে যাবে। তুমি যদি ফজরের নামাজের জন্য অজু করো তাহলে আরও একটি গিট খুলে যাবে। যখন তুমি নামাজ পড়বে তখন ৩নাম্বার গিট খুলে যাবে।

Leave a Comment