বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী, কবিতা এবং স্লোগান, ১৬ ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির স্মরণীয় একটি দিন। দীর্ঘ দিন বাঙালিরা পাকিস্তথানের হাতে অত্যাচারিত হওয়ার পর রুখে দারায় এবং ৯ মাস যুদ্ধের পর বিজয় অর্জন করে। ৩০ লক্ষ শহিদের রক্ত দিয়ে গাথা এই মহান বিজয় দিবস। এর কারনে বাঙালি জাতি আলোকিত হয় এক নিজস্ব পরিচয়ে। তাই জাতীয় মর্যাদায় আর শহিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালিরা এই বিশেষ দিনটি উৎযাপন করে।
এই দিনে বাঙাালিরা গৌরব নিয়ে আনন্দের সাথে দিনটি উপভোগ করে। তাই অনেকে আছে যারা বিজয় দিবস নিয়ে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে স্ট্যাটাস দেওয়ার জন্য অনলাইনে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী ও স্লোগান অনুসন্ধান করে থাকে। তাই আজকের পোস্টে ১৬ ডিসেম্বর নিয়ে বিস্তারিত বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী ও স্লোগান আপনাদের মাঝে তুলে ধরব।
বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস
১৬ই ডিসেম্বর হচ্ছে প্রত্যেকটা বাঙালির একটি খুশির দিন। এই দিনে আমাদের বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছে। বিজয় দিবসের দিন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পেয়েছে। এজন্য এই বিজয় দিবসে অনেকেই বিভিন্ন ধরনের ছবি তুলে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে। আবার অনেকেই বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস আরো সুন্দরময় করে তোলার জন্য ইন্টারনেটে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করে।
তাই সবার কথা বিবেচনা করে আমরা অসাধারণ কিছু বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস সাজিয়েছি। আশা করি যারা বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস দিতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। নিচে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস সাজানো হলো যাদের প্রয়োজন তারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন।
-
সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।
-
যাদের রক্তে মুক্তস্বদেশ বিজয় এলো ঘরে বিজয় দিনে আমরা তাদের ভুলব কেমন করে।
-
মুক্ত পাখি মুক্ত আকাশ মুক্ত হয়েছি আমি আর তুমি রক্ত দিয়ে কিনে নিলাম আমাদের প্রিয় জন্নভূমি।
-
আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে স্বাধীন জীবন যাপন করবো এমনটা ভাবাটা একদম ঠিক নয় – আমরা আজন্ম স্বাধীন।
-
আপনি যখন নিজে দেশের সম্মান বিদেশে গিয়ে বৃদ্ধি করতে পারবেন, তখনই আপনার সম্মান বাড়বে আর তখনই হবেন আপনি একজন গর্বিত বাঙালি।
-
যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মহান বিজয় দিবস শুভেচ্ছা।
-
জাতি পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা।আপামর জনতা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির আকাশ মুক্ত হয়েছিল।
-
স্বাধীনতা একটি সুযোগের নাম যার মাধ্যমে আমরা কখনই তা হতে পারবো না কিন্তু কল্পনায় তা হতে পারি।
-
বিজয় দিবস তুমি বাঙালির অহংকার তুমি কোটি কোটি মানুষের বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
-
আমরা লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আশা, এজন্য প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরই মেলানোর সময় আজই।
বিজয় দিবস নিয়ে ক্যাপশন
১৬ই ডিসেম্বরের বিজয়ের উল্লাসে অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের ছবি তুলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। আবার অনেকেই বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য ইন্টারনেটে বিজয় দিবস নিয়ে ক্যাপশন অনুসন্ধান করে। তাই তাদের পোস্ট আরো সুন্দরময় করে তোলার জন্য আমরা অসাধারণ কিছু বিজয় দিবস নিয়ে ক্যাপশন সাজিয়েছি। যারা বিজয় দিবস নিয়ে ক্যাপশন অনুসন্ধান করেন তারা চাইলে নিচে উল্লেখিত ক্যাপশন গুলো সংগ্রহ করে নিতে পারেন।
-
আসুন আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করি যে, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের এই সুন্দর দেশের মহত্ত্ব বোঝাবো, সঠিক অর্থে আমরা একজন সৎ বাংলাদেশী হয়ে উঠবো। শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ।
-
আপনার সম্মান তখনই বাড়বে যখন নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে দেশের জন্য সম্মান বৃদ্ধি করতে পারবেন। আর তখনই নিজেকে গর্বিত ভাবতে পারবেন আমি একজন বাংলাদেশী নাগরিক। শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ।
-
লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমরা পেয়েছি বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে, বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহের রক্ত থাকতে, বৃথা যাবেনা কখনো শহীদদের দান। শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ।
-
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে জানাই বিষয়ে দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
-
আপনার পরিবারের বা আপনাকে অসম্মান করলে আপনার যতটা কষ্ট হবে। তার চেয়ে অনেক বেশি কষ্ট ও রাগ হবে আপনার দেশকে অসম্মান করলে। তাই সব সময় নিজের দেশকে সম্মান করুন এবং দেশের সম্মান রক্ষা করুন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
আরো পড়ুনঃ ভালোবাসা নিয়ে ক্যাপশন রোমান্টিক স্ট্যাটাস ও উক্তি
বিজয় দিবস নিয়ে উক্তি এবং বাণী
বর্তমানে অনেকেই আছে যারা বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস শেয়ার করার জন্য অনলাইনে বিজয় দিবস নিয়ে উক্তি এবং বিজয় দিবস নিয়ে বাণী অনুসন্ধান করে। তাই তাদের উদ্দেশ্যে আমরা অসাধারণ কিছু বিজয় দিবস নিয়ে উক্তি ও বাণী সাজিয়েছি। আশা করি যারা বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস শেয়ার করতে পছন্দ করেন তাদের বিজয় দিবস নিয়ে উক্তি ও বাণী অনেক ভালো লাগবে। যারা অনলাইনে বিজয় দিবস নিয়ে উক্তি ও বাণী অনুসন্ধান করেন তারা চাইলে নিচে উল্লেখিত উক্তি গুলো থেকে সংগ্রহ করে নিতে পারেন।
-
প্রাণের বিনিময়ে পেয়েছি পতাকা, আর রক্ত দিয়ে এঁকেছি মানচিত্র।
-
আমাদের জীবন দিয়ে দেশ গড়েছি, রক্ত দিয়ে বিজয়ের উল্লাস এনেছি।
-
প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিজয়ের নিশান, তাকে এটা সব সময় মনে রাখতে হবে।
-
সহজ বিজয়গুলি একদম সস্তা, যারা কেবল লড়াইয়ের ফলস্বরূপ আসে তারাই হচ্ছে মূল্যবান।
-
বিজয় দিবস তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের এক অদ্ভুত শান্তির নিঃশ্বাস।
-
লক্ষ ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয়ের নিশান, দরকার হলো আবারও রক্ত দিয়ে রক্ষা করবো আমাদের সকলের বিজয় নিশানের মান।
-
বিজয় যখনই বেশি অর্থবহ হয় তখন তা কেবল একজনের কাছ থেকে আসে না, অনেকের সম্মিলিত সাফল্যের মাঝে থেকে আসে।
-
পাকিস্থানের ইতিহাস ঘাতক আর শহীদদের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ আর ঘাতকদের ইতিহাস।
-
১টি যুদ্ধ, দৈর্ঘ্য ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, আর ১টি দেশ। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
-
বিজয় দিবস তুমি বাঙালির অহংকার। তুমি কোটি কোটি মানুষের বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
বিজয় দিবস নিয়ে কবিতা
বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তাই প্রতিবছর বাংলাদেশ বিজয় দিবস পালিত হয় তাই আপনারা যারা বিজয় দিবস নিয়ে কবিতা খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমাদের কবিতাটি পড়তে পারে অবশ্যই আপনাদের বিজয় দিবস নিয়ে কবিতাটি ভালো লাগবে।
বিজয় দিবস
মা তোমার দেশের সন্তানেরা বৃথা যেতে দেয়নি,
তোমার দেশের স্বাধীনতা।
দিয়েছে রক্ত, বিনিময়ে এনেছে তোমার দেশের স্বাধীনতা।
মা গো মা….তোমার দামাল ছেলেরাই পারে-
দেশকে রক্ষা করতে।
বিজয়ের উল্লাসে আজকে আমরা –
মেতে ওঠেছি সকলে।
হাতে হাত রেখে এগিয়ে যাবো দেশের কল্যাণে
মাথা নত করবো না, দেশের শত্রুর কাছে।
দোয়া রেখো মা এগিয়ে যাবো,
দেশকে রক্ষা করতে ;
দেশকে উন্নত করতে।
বিজয়ের দিনে একমাত্র মনে পরে রক্ত মাখা মার্চ মাসের কথা।
হানাদারদের সাথে হাত মিলিয়ে,
দেশকে বিক্রি করতে গিয়েছিল রাজাকার আলবদররা।
দাদা চাচাদের মুখে যখনই শুনি
মুক্তিযুদ্ধের কথা ;
গায়ের লোম শিহরিত হয়,
মুখে আসে না কোনো ভাষা।
তবুও বলবো বিজয়ের উল্লাসে মেতে ওঠি সকলে
হাতে হাত রেখে এগিয়ে যাবো
উন্নয়নের ভাগিদার হয়ে।
বিজয়ের দিনে স্মরণে আসে,
ত্রিশ লক্ষ শহীদের কথা,
যাদের কাছে কৃতজ্ঞ আমরা অধমেরা
বিজয় দিবস নিয়ে স্লোগান
জ্বলে উঠো বাংলাদেশ – গরজে উঠো বাংলাদেশ_স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে – যাও তুমি এগিয়ে যাও হাও আও_জ্বলে উঠো বাংলাদেশ – গরজে উঠো বাংলাদেশ_ কোটি প্রাণের আশায় – পুরোন কোরে দা-আ আও, লাল সবুজের বিজয় নিশান – হাতে হাতে ছোড়িয়ে দাও, শুভ জন্মদিন বাংলাদেশ, অনেক অনেক শুভ কামনা – চোখের কোলে উঁকি দিচ্ছে, বিজয়ের সম্ভবনা।