বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি 2024, বর্তমান সময়ে কিছু গেম রয়েছে যেগুলো গেম বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখনকার জেনারেশনে বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই সেই জনপ্রিয় গেমগুলো খেলতে বেশি পছন্দ করে। অনলাইনে এখন হাজারো মোবাইল গেম পাওয়া যায় কিন্তু তার মধ্যে কয়েকটি গেম রয়েছে যেগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং পপুলার হয়ে গেছে। তবে অধিকাংশ গেমাররা জানে না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি।
অনলাইন গেমিং প্ল্যাটফর্মে এখন অনেক ধরনের গেম পাওয়া যায় তবে তার মধ্যে থেকে কিছু কিছু গেম রয়েছে যেগুলো এ যুগের বাচ্চাদের এবং যুবকদের কাছে অনেক ফেমাস হয়ে গেছে। এছাড়াও অনেক গেমার আছে সেগুলো গেম খেলে প্রতিমাসে অনেক টাকা ইনকাম করে যাচ্ছে। কিন্তু অনেকের জানা নেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি। তাই আজকের পোস্টে জনপ্রিয় কয়েকটি গেমের নাম এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি সেগুলো গেমের নাম তুলে ধরবো।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি
বাংলাদেশে ২০১৯ সালে কয়েকটি গেম বের হয়েছিল যেগুলো এখন মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই গেমগুলো বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ এই গেমগুলোর মধ্যে মাঝে মাঝে লীগ বা টুর্নামেন্টের আয়োজন হয়। সেই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ খেলে যদি সেই ম্যাচটি জিততে পারেন তাহলে পুরস্কার হিসেবে টাকা পেয়ে যাবেন। আরো কিছু অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো প্লাটফর্মে ওইগুলো গেম খেলে ফ্রিতে টাকা ইনকাম করা যায়।
এছাড়াও ওই গেমগুলো খেলে গেমের স্কিল দেখিয়ে ফেসবুক বা ইউটিউবে স্ট্রিমিং করেও টাকা ইনকাম করা সম্ভব। বাংলাদেশ যত গেমার রয়েছে প্রায় সব গেমাররাই ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিমিং করে টাকা ইনকাম করে। আবার কিছু সংখ্যক গেমার রয়েছে যাদের জানা নেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি বা কোন গেমগুলো সবচেয়ে পপুলার। তাই এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম গুলোর মধ্যে কয়েকটি গেমের নাম তুলে ধরবো।
- ফ্রি ফায়ার – (Free Fire)
- পাবজি মোবাইল – (Pubg Mobile)
- কল অফ ডিউটি মোবাইল – (Call Of Duty : Mobile)
- মোবাইল লিজেন্ড – (Mobile Legends)
- ডোটা ২ – (Dota 2)
- কাউন্টার-স্ট্রাইক – (Counter Strike)
জনপ্রিয় ১০টি বাংলাদেশি গেমের নাম
বর্তমান সময়ে বাংলাদেশী কিছু গেম ডেভলপার রয়েছে যারা অনেকগুলো গেম তৈরি করেছে যেগুলো গোটা বিশ্বে এখন অনেক জনপ্রিয়তা পেয়েছে। তবে হয়তো অনেকের জানা নেই বাংলাদেশী জনপ্রিয় গেম কোনগুলো। সাধারণত বাংলাদেশের গেমগুলোর গ্রাফিক্স এতটা ভালো হয় না। এজন্য বাংলাদেশের গেমগুলো এতটা জনপ্রিয় তা পায় না।
তবে তারপরেও অনেক বাঙালি তাদের পুরনো ঐতিহ্যগুলোর আনন্দ নেওয়ার জন্য সেই গেমগুলো ডাউনলোড করে খেলতে চায়। কিন্তু তাদের জানা নেই বাংলাদেশের কোন গেম গুলো জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এখন আপনাদের মাঝে বাংলাদেশী জনপ্রিয় ১০ টি গেমের নাম তুলে ধরবো। যেগুলো গেমের বেশি ভালো না হলেও গেম গুলো খেলে অনেক মজা পাবেন।
- Zero Hour
- ENDLESS DHAKA
- ORA 11 JON
- Bus Simulator Bangladesh
- Mukti Camp
- Ludo King
- Amar Gram
- Heroes Of 71
- Racing Unlimited UE4
- HOWZATT Mushi The Dependble
আরো পড়ুনঃ সেরা পাঁচটি হাই গ্রাফিক্স মোবাইল ফুটবল গেম
বাংলাদেশের নতুন গেমের নাম কি?
বর্তমানে বাংলাদেশের কিছু গেম ডেভলপাররা নতুন কয়েকটি গেম তৈরি করেছে। তবে হয়তো অধিকাংশ গেমাররা জানেনা এই নতুন সালে কোন কোন গেম বের হয়েছে। সাধারণত বাংলাদেশী গেম ডেভলপাররা তাদের গেমের গ্রাফিক্স এতটা হাই অর্থাৎ ভালো করতে পারে না। তবে বাংলাদেশের মধ্যে যতগুলি জেলা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত স্থানের গ্রাফিক্স তুলে ধরে।
বাংলাদেশের গেমের গ্রাফিক্স বেশি ভালো না হলেও গেমগুলো খেলে অনেক মজা পাওয়া যায়। তবে বাংলাদেশী সব গেম ডেভলপাররা সব সময় চেষ্টা করে গেমারদের ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু নতুন অবস্থায় কোন গেমের গ্রাফিক্স ভালো হয় না সময়ের সাথে সাথে ডেভেলপাররা গ্রাফিক্সের মান আরো ভালো করার চেষ্টা করে। তাই এখন আপনাদের জানাবো বাংলাদেশের নতুন গেমের নাম কি।
- Land Of Zombie
- Meena Game
- Battle Mobile Bangladesh
- Heroes Of 71
- Bus Simulator Bangladesh
শেষ কথাঃ
সময়ের সাথে সাথে বাংলাদেশী গেম ডেভলপাররা তৈরি করতেছে নতুন নতুন গেম। তবে বাংলাদেশী হাজারো গেমার রয়েছে যারা জানেনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি এবং বাংলাদেশের নতুন গেম কোনগুলো। তাই আজকের পোস্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি এবং কয়েকটি জনপ্রিয় বাংলাদেশি গেমের নাম তুলে ধরেছি আশা করি আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।